রেকর্ড গড়লেন বিলাওয়াল ভুট্টো

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। 

৩৩ বছর বয়সী এ নেতা পাকিস্তানের কনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন। 

বিলাওয়াল ভুট্টো দাদা জুলিফকার আলী ভুট্টোর পদাঙ্কই অনুসরণ করলেন। তার দাদাও ৩৫ বছর বয়সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

বিলাওয়াল ভুট্টোর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন পিপিপির হিনা রব্বানি খার।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ পাঠ করান। ওই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং অন্য ফেডারেল মন্ত্রীরা।

শপথ নেওয়ার পর বিলাওয়াল ভুট্টোকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট আরিফ আলভি।

মঙ্গলবার পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাশেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিলাওয়ালের শপথের বিষয়ে ঘোষণা দেওয়া হয়।

বিলাওয়াল প্রয়াত প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে এবং প্রয়াত আরেক প্রধানমন্ত্রী ও পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোর নাতি।

LEAVE A REPLY