মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রোম পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা জানায়।
এরপর বুধবার পোল্যান্ড-বুলগেরিয়ার দুই দেশ জানায়, গ্যাসপ্রোম গ্যাস পাঠানো বন্ধ করে দিয়েছে।
বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। পোল্যান্ড-বুলগেরিয়া দুটি দেশই দাবি করে তাদেরকে গ্যাস নিয়ে ব্ল্যাকমেইল করেছে রাশিয়া।
তখন পোল্যান্ড হুশিয়ারি দিয়ে বলে, তাদের রাশিয়ার গ্যাসের প্রয়োজন নেই। রাশিয়ার গ্যাস ছাড়াই চলতে পারবে তারা।
তবে বৃহস্পতিবার গ্যাসপ্রোম দাবি করেছে পোল্যান্ড এখনো রাশিয়ার গ্যাস কিনছে।
তবে পোল্যান্ড এখন রাশিয়ার কাছ থেকে সরাসরি গ্যাস কেনার বদলে জার্মানির কাছ থেকে গ্যাস কিনছে। জার্মানিতে এ গ্যাসগুলো রাশিয়াই পাঠিয়েছে।
এ ব্যাপারে গ্যাসপ্রোম জানায়, পোল্যান্ড এখনো জার্মানিতে রাশিয়ার গ্যাস কিনছে। ইয়েমেল গ্যাসপাইপ লাইন দিয়ে জার্মানি থেকে পোল্যান্ডে প্রতিদিন ৩০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস যাচ্ছে।
এদিকে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাসের দাম দিতে অস্বীকৃতি জানায় পোল্যান্ড ও বুলগেরিয়া। এরপরই হঠাৎ করে দুটি দেশে রাশিয়ান গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায়।
সূত্র: আল জাজিরা