ডিপিএলে তামিমের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বৃহস্পতিবার সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৩২ বলে ১৩৭ রানের ইনিংস খেলার পথে বাউন্ডারি হাঁকাচ্ছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার তামিম ইকবাল – ভোরের কাগজ

ব্যাট হাতে ক্রিকেট মাঠে তামিম ইকবালের দাপট নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি রান খরায় ভুগছিল তার ব্যাট। বাঁ-হাতি ওপেনারকে নিয়ে নানা জল্পনা-কল্পনায় ডুবে ছিল ভক্তরা। যাই হোক ক্রিকেটপ্রেমীদের হতাশ করেননি টাইগার ওয়ানডে দলপতি তামিম।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রতি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। এই টুর্নামেন্টে প্রাইম ব্যাংকের জার্সি গায়ে বৃহস্পতিবার ফের সেঞ্চুরি হাঁকান তামিম ইকবাল। এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেষ ম্যাচে খেলতে নেমে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।

১৩২ বল মোকাবিলা করে ১৩টি বাউন্ডারি ও ৬টি ছক্কায় এই ইনিংস সাজান তামিম। এর আগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তামিম রানের ঝিলিক দেখালেও হাসছে না মুশফিকের ব্যাট। ডিপিএলে অন্য ব্যাটসম্যানরা রানের ফোয়ারা দেখাচ্ছেন। কিন্তু মুশফিক ব্যাট হাতে নিষ্প্রভ। সামনেই শ্রীলঙ্কা সিরিজ, ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে আত্মবিশ্বাস ফিরে পেতে মুশফিকের ব্যাটে চাই রান। যাইহোক গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে গর্জে উঠবেন মিস্টার ডিপেন্ডেবল এমনটাই প্রত্যাশা ভক্তদের।

এদিকে ডিপিএলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে আজ ২১তম সেঞ্চুরি হাঁকানোর মাইলফলকে পৌঁছান তামিম। এর আগে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে তিনি গড়েন আরো একটি কীর্তি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রান পেরিয়ে যান টাইগার ওপেনার। ওই ম্যাচে ৯৭ রান পেছনে থেকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন তামিম। ধীরগতির শুরু করে ৫৭ বলে ফিফটি তুলে নেন। এরপর ব্যাটে গতি বাড়ান তামিম। ঝড়ো ব্যাটিংয়ে পরের ফিফটি করতে লাগে মাত্র ২১ বল। ৭৮ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। আর ২০ সেঞ্চুরি আর ১০ হাজার রানেও পা রাখেন দেশসেরা এই ওপেনার।

তাছাড়া বাঁ-হাতি ওপেনার তামিম ক্রিজে থাকলে প্রতিপক্ষের বোলারদের হৃদস্পন্দন বেড়ে যায়। যেদিন তার ব্যাট হাসে, সেদিন বোলারদের আর রক্ষা নেই। বিশ্বের নামি-দামি তারকা বোলারদের পিটিয়ে তুলাধুনা করেছেন টাইগার ওপেনার তামিম। এমনকি ২০১৮ সালে এশিয়া কাপে হাতের কব্জিতে ব্যান্ডেজ লাগানো অবস্থাতেই এক হাতে তামিম ব্যাট করেন। সেই সময় বাঁ-হাতি ওপেনারের সাহসিকতা ও দলের প্রতি আত্মনিবেদনের প্রশংসা করেছেন সবাই। দেশ-বিদেশের ক্রীড়াপ্রেমীরা অভিভূত হয়েছেন, সেই সঙ্গে প্রশংসা করেছেন তার সাহসিকতার। সেই ম্যাচে বাংলাদেশ ১৩৭ রানে জয় পেয়েছে।

এদিকে ডিপিএলে দুর্দান্ত ওপেনার তামিম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব দারুণ পারফরম্যান্স করছেন। কিন্তু সেখানে মুশফিক যেন অচেনা। এবারের আসরে তিনি ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএল শুরুর আগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে নেতৃত্বের ভার তুলে দেয় মোহামেডান। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে থাকার কারণে মুশফিক খেলতে পারেননি। আর মোহামেডানও নিশ্চিত করতে পারেনি সুপার লিগ। তাই হাত গুটিয়ে বসে থাকতে নারাজ মুশফিক দল পরিবর্তন করে নাম লেখান শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। দলটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলেও তিনি ব্যাট হাতে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি। তিন ম্যাচে টেনেহিঁচড়ে ২৫, ১৬ ও ১৪ রান করেন তিনি।

তবে মুশফিক ভালো করতে ব্যর্থ হলেও তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব শিরোপা নিশ্চিত করেছে। কিন্তু সেঞ্চুরিয়ন-ডারবান থেকে শুরু করে মিরপুর স্টেডিয়াম ও বিকেএসপি কোথাও ছন্দ খুঁজে পেল না মিস্টার ডিন্ডেবল। কয়েক দিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ওয়ানডেতে মুশফিক করেন মাত্র ২০ রান। ২ টেস্টে করেন ৫৯ রান, সর্বোচ্চ ৫১। ফিফটি করলেও মুশফিক এই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে দলের বিপদ বাড়িয়েছেন।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডেতে ৯৬ ও ১ টি-টোয়েন্টিতে করেন ৩০ রান। তবে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ, ঘরের মাঠে ব্যাট হাতে গর্জে ওঠবেন মিস্টার ডিন্ডেবল এমনটাই প্রত্যাশা ভক্তদের।এসআর

LEAVE A REPLY