শুধু গ্যাস নয়, যেকোনো বাণিজ্যই রাশিয়ার অস্ত্র : জেলেনস্কি

ভোলোদিমির জেলেনস্কি, ছবি: ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া গ্যাস ও বাণিজ্যকে ইউরোপের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।  

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের পোল্যান্ড এবং বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করলেন।

নিয়মিত নৈশভাষণে বৃধবার রাতে ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, পোল্যান্ড এবং বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করার রুশ সিদ্ধান্ত বলছে, ইউরোপের কেউ দেশটির সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখার আশা করতে পারে না।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া শুধু গ্যাস নয়, যেকোনো বাণিজ্যকে অস্ত্র হিসেবে বিবেচনা করে।

এটি শুধু আর কোনো বাণিজ্য এলাকা এ কাজে ব্যবহার করা যায় তার অপেক্ষায় আছে। ’

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরো বলেন, রাশিয়া ‘একটি যুক্ত ইউরোপকে লক্ষ্যবস্তু হিসেবে দেখে। এ মহাদেশের সবাই যত তাড়াতাড়ি বাণিজ্যের জন্য রাশিয়ার ওপর নির্ভর করা যাবে না বলে একমত হবে, তত তাড়াতাড়ি সেখানে স্থিতিশীলতা আসবে। ’ 

সূত্র : বিবিসি।

LEAVE A REPLY