ইমরান খানের স্ত্রীর বন্ধু ফারাহ খানের বিরুদ্ধে তদন্ত শুরু

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বন্ধু ফারাহ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বন্ধু ফারাহ খানের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দেশটির জাতীয় জবাবদিহি সংস্থা (এনএবি) এই তদন্ত শুরু করেছে। ফারাহ খানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। এনএবি বলছে, গত তিন বছরে ফারাহ খানের ব্যাংক হিসাব থেকে ৮৪ কোটি ৭০ লাখ রুপি লেনদেনের তথ্য পাওয়া গেছে।

ফারাহ খানের পুরো নাম ফারহাত শাহজাদী। তবে তিনি ফারাহ খান নামেই বেশি পরিচিত। সাবেক ফার্স্টলেডি বুশরা বিবির সঙ্গে তাঁর দারুণ ঘনিষ্ঠতা। গত ৯ মে মধ্যরাতে জাতীয় পরিষদে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারান। ইমরানের ক্ষমতা যাওয়ার পর ফারাহ খানের নাম আলোচনায় আসে। ফারাহ বিলাসবহুল জীবনযাপনের জন্য আলোচিত।

এনএবি এক বিবৃতিতে জানায়, ফারাহ খানসহ কয়েকজনের বিরুদ্ধে তদন্তের কাজ শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন, অর্থ পাচার ও বিভিন্ন ব্যবসার নামে বিভিন্ন ব্যাংক হিসাব পরিচালনার অভিযোগ রয়েছে। এনএবির লাহোরের মহাপরিচালক আইন অনুযায়ী তদন্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এনএবির তথ্যমতে, ফারাহ খানের ব্যাংক হিসাব থেকে গত তিন বছরে ৮৪ কোটি ৭০ লাখ রুপি লেনদেন হয়েছে। যা তিনি তাঁর অ্যাকাউন্ট প্রোফাইলে উল্লেখ করেননি। আবার ফারাহ খানের আয়কর বিবরণী পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৮ সালের পর অজানা কারণে তাঁর সম্পদের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। এই সময়ে তিনি বারবার বিদেশ সফর করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছে নয়বার, আর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন ছয়বার।

ইমরান ক্ষমতা হারানোর আশঙ্কা সৃষ্টি হলে চলতি মাসের শুরুর দিকে গ্রেপ্তার এড়াতে ফারাহ দুবাই চলে যান বলে গুঞ্জন রয়েছে।

সূত্র: জিও নিউজ।

LEAVE A REPLY