নরেন্দ্র মোদি বলেছেন, বিরোধীরা কর কমাতে রাজি না হওয়াতেই জ্বালানির দাম চড়া। ছবি: এনডিটিভি
জ্বালানির মূল্যের ওপর কর বাদ না দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমালোচনা করায় বিরোধীদলীয় মুখ্যমন্ত্রীরা তাকে একহাত নিলেন। ইস্যুটি নিয়ে রাজ্য-কেন্দ্র বিরোধ ক্রমেই তুঙ্গে উঠছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার টিভি লাইভে করোনাকালে জ্বালানির উচ্চ মূল্যকে অবিচার আখ্যা দিয়ে সাধারণ মানুষের স্বার্থে ভ্যাট কমানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার নভেম্বর মাসে শুল্ক কমানোর পরও অনেক রাজ্য ভ্যাট কমানোর জন্য কেন্দ্রের আহ্বানে সম্মত হয়নি।
মোদি এ সময় মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, ঝাড়খণ্ড এবং তামিলনাড়ু নাম ধরে উল্লেখ করেন।
বিরোধী মুখ্যমন্ত্রীদের মধ্যে এর তীব্র প্রতিক্রিয়া হয়। বৃহস্পতিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও মন্তব্য করেন, রাজ্যগুলোকে কর কমাতে বলার জন্য প্রধানমন্ত্রীর ‘লজ্জা বোধ করা উচিত’।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আরো বলেন, তার রাজ্যে ২০১৫ সাল থেকে জ্বালানির ওপর কর বাড়েনি।
অন্যদিকে মুখ্যমন্ত্রীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরি উপহাস করে বলেন, বিরোধী রাজ্যগুলো আমদানি করা মদের পরিবর্তে জ্বালানির ওপর কর কমালে পেট্রল সস্তা হবে।
সূত্র : এনডিটিভি।