ইউক্রেনীয়দের বহনকারী দুটি বাস নিখোঁজ

রাশিয়ান বাহিনীর ব্যাপক হামলার মুখে ইউক্রেনের একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের উদ্ধার করতে পাঠানো দুটি বাস নিখোঁজ হয়েছে।ইউক্রেনের সামরিক

র্মকর্তার বরাত দিয়ে বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

দোনবাসের পোপাসনা থেকে মিকোলা খানাতভ নামে এক সামরিক কর্মকর্তা জানান, দুই বাসের মধ্যে গোলাগুলির মধ্যে রয়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে দ্বিতীয় বাসটির কোনো খোঁজ নেই। স্থানীয় এক ইতিহাসের শিক্ষক স্কুল বাসটি চালাচ্ছিলেন। 

গালিনা ক্রোশকা নামে এক স্বেচ্ছাসেবক বলেন, শতাধিক বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার জন্য শুক্রবার তিনটি বাস পোপাসনায় পাঠানো হয়। তবে দুটি বাস বাখমুত শহরে ফিরে আসেনি। আগের দিন পোপাসনা থেকে ৩১ জন বেসামরিক নাগরিককে নিরাপদে আনা হয়েছে।

স্বামীর সঙ্গে কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন শহরগুলোতে বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা নিয়ে আসছেন গালিনা। এ ব্যাপারে তিনি বলেন,  আমরা খুব চিন্তিত। আমাদের বাসগুলো ফিরে আসেনি। গতকাল থেকে তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত আমরা নিজেরা পোপাসনায় যেতে পারছি না। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোপাসনায় তীব্র লড়াই চলছে। রুশ বাহিনী প্রায় পুরো শহর নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে। 

LEAVE A REPLY