সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে রাশিয়ার গোয়েন্দা বিমান!

রাশিয়ার গোয়েন্দা ও সামরিক বিমান আন্তোনোভ এন-৩০ শুক্রবার রাতে সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করে দেশটিতে প্রবেশ করেছিল।  তবে সেটি খুব অল্প সময়ের জন্য। খবর এএফপির। 

সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। 

সুইডেনে এমন সময় রাশিয়ার বিমান ঢুকে পড়ল যখন তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে। 

সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার একটি এএন-৩০ বিমান শুক্রবার সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সুইডিশ কর্তৃপক্ষ বিষয়টিতে নজর রাখে এবং রাশিয়ার বিমান প্রবেশের ঘটনার ছবি তুলে রেখেছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সুইডেনের আকাশসীমায় প্রবেশ করার আগে রুশ বিমানটি বাল্টিক অঞ্চলে অবস্থিত ডেনমার্কের বোরোনহম দ্বীপের দিকে উড়ছিল।

এদিকে সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করায় এর তীব্র সমালোচনা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিটার হাল্কেভিস্ট।

তিনি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, সুইডেনের আকাশসীমা লঙ্ঘন কখনো মেনে নেওয়া যায় না। 

সূত্র: দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY