ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরোডে স্থানীয় সময় সোমবার ভোরে দুটি বিস্ফোরণ ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ খবর জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ। খবর আল জাজিরার।
তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের শব্দসহ ভিডিও পোস্ট করার পর গ্ল্যাডকভ জানিয়েছেন।
এর আগে রোববার গ্ল্যাডকভ জানিয়েছিলেন, দক্ষিণ বেলগোরোড অঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনায় বিস্ফোরণের পর আগুন লেগে একজন আহত হয়েছেন।
বেলগোরোড শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। শহরটিতে এর আগেও কয়েকবার হামলার খবর পাওয়া গেছে।