ইসরাইলে ৩ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর ইলাডে বৃহস্পতিবার কুপিয়ে ও গুলি করে তিনজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কান জানিয়েছে, পুলিশ হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।খবর আনাদোলুর।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইলাড শহরের পৃথকস্থানে কুঠার দিয়ে কুপিয়ে এবং গুলি করে ৩ জনকে হত্যা করেছে দুই দুর্বৃত্ত।

ইসরাইলের জাতীয় জরুরি সেবার পরিচালক ম্যাগেন ডেভিড এ্যডম জানান, হামলার ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। 

LEAVE A REPLY