ফিজিতে পুতিনঘনিষ্ঠ ধনকুবেরের ৩০ কোটি ডলারের প্রমোদতরী আটক

যুক্তরাষ্ট্রের অনুরোধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুশ ধনকুবের সুলেইমান কেরিমভের ৩০ কোটি ডলারের একটি প্রমোদতরী আটক করেছে ফিজি।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ কথা জানিয়েছে। ফিজির আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী জব্দ করার ওয়ারেন্ট প্রমোদতরীটির কর্তৃপক্ষকে দিয়েছে। খবর আনাদোলুর।

কেরিমভের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ এনে তার প্রমোদতরীটি বাজেয়াপ্ত করা হয়েছে।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসারে রাশিয়ার নবম ধনী ব্যক্তি সুলেইমান কেরিমভ। তার মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৪৫০ কোটি মার্কিন ডলার।  

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর রুশ এই ধনকুবেরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

LEAVE A REPLY