ম্যাচ ফিক্সিং : একসঙ্গে ৬ টেনিস খেলোয়াড়ের কারাদণ্ড!

ম্যাচ ফিক্সিংয়ে দোষী প্রমাণিত হওয়ায় স্পেনের ছয় টেনিস খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি। তাদের কারাদণ্ডের শাস্তিও শোনানো হয়েছে। জানা গেছে, স্পেনের একটি আদালতে ছয় খেলোয়াড়ের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেছে। ফলে তাদের ৭ থেকে ২২ বছর পর্যন্ত কারাবাসের শাস্তি হতে পারে।

বিজ্ঞাপনছয় খেলোয়াড়ের মধ্যে জর্জে মার্সে ভিদ্রি ও মার্ক ফর্নেল মেস্ট্রেস টেনিসের র‍্যাংকধারী।

এ ছাড়া পেদ্রো বার্নাবে ফ্র্যাংকো কার্লোস ওর্টেগা, জেমি ওর্টেগা ও মার্কোস টোরালবো নামের বাকি চার টেনিস তারকা তালিকাভুক্ত নন। দোষী টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি সাজা হয়েছে মেস্ট্রেসের। তাকে ২২ বছর ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের সবাইকে টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি নিষিদ্ধ করেছে। ফলে জেল থেকে বের হওয়ার পর তারা খেলা বা কোচিংয়ের সঙ্গে যুক্ত হতে পারবেন না।

এমন সময় এই ছয়জনের শাস্তি ঘোষণা হলো, যখন স্পেনে চলছে মাদ্রিদ ওপেন। শাস্তি ঘোষণার পর টেনিস ইন্টেগ্রিটি এজেন্সির সিইও জনি গ্রে বলেন, ‘টেনিসে এমন পরিকল্পিত অপরাধ সাধারণত আমরা দেখিনি। পুরো চক্রকে সবার সামনে আনার জন্য এবং তাদের শাস্তি দেওয়ার জন্য আদালতকে ধন্যবাদ। এই শাস্তির ফলে সবার কাছে একটা বার্তা গেল যে, ম্যাচ ফিক্সিং অপরাধ। এ ধরনের অপরাধ করলে জেলে যেতে হবে। ‘

LEAVE A REPLY