বেলারুশের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ‘সক্রিয় সম্পৃক্ততা’র অভিযোগ এই দেশের

বেলারুশের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ‘সক্রিয় সম্পৃক্ততার’ অভিযোগ এনেছে এশিয়ার দেশ তাইওয়ান। এই অভিযোগে বেলারুশের ৫৭টি উচ্চ-প্রযুক্তির পণ্য রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাইওয়ানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

তাইওয়ানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা উচ্চ-প্রযুক্তির পণ্যের মধ্যে রয়েছে টেলিকমিউনিকেশন সরঞ্জাম, ইন্টিগ্রেটেড সার্কিট যন্ত্রাংশ, বেসামরিক এবং সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত পরিবর্তনশীল-ফ্রিকোয়েন্সি ড্রাইভ।

এর আগে চলতি বছরের এপ্রিলে রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাইওয়ান। 

প্রসঙ্গত, বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করার জন্য বুধবার হঠাৎ করে মহড়া শুরু করেছে।

এদিকে, আরেকটি পৃথক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও জাপান ইতোমধ্যেই বেলারুশের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

প্রসঙ্গত, বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করার জন্য গত ৪ মে হঠাৎ করে মহড়া শুরু করাকে ঘিরে জল্পনা শুরু হয়। গুজব ওঠে রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে বেলারুশ। 

অবশ্য এই মহড়া প্রতিবেশী দেশ বা সাধারণভাবে ইউরোপীয় সম্প্রদায়ের জন্য কোনো হুমকির কারণ হবে না বলে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল।

সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়ে আসছে বেলারুশ।

LEAVE A REPLY