হায়দ্রাবাদকে পাত্তা দিল না রাজস্থান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে বাউন্ডারি হাঁকাচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো

ভারতীয় তরুণ ক্রিকেটার ইয়াশ ধুল ও সিমরন হেটমায়ারের ঝড়ো ব্যাটিংয়ে শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। হায়দ্রাবাদের দেয়া ১৯০ রানের টার্গেটকে দুই বল হাতে রেখেই জয় করে নিয়েছে সানজু স্যামসনরা। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের পরিবর্তন না হলেও ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে থাকার সুযোগকে আরো নিশ্চিত করেছে তারা।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার জনি বেয়ারস্টো ও শিখর ধাওয়ানের ঝড়ো সূচনা করে সানরাইজার্স হায়দ্রাবাদ। পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে রবীচন্দ্র আশি^নের ঘূর্ণিতে বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছে শিখর ধাওয়ান। আউট হওয়ার আগে নামের পাশে ২ চারের সাহায্যে লিখিয়েছেন ১২ রান। শিখর ধাওয়ান চলে গেলেও ব্যাটিং তাণ্ডব থামাননি বেয়ারস্টো । দ্বিতীয় উইকেট জুটিতে ভানুকা রাজাপাকশেকে নিয়ে করেছেন ৪২ রানের জুঁটি। ইনিংসের ১১তম ওভারের দ্বিতীয় বলে চাহালের ঘূর্ণিতে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন রাজাপাকশে। দুই চার ও দুই ছয়ের সাহায্যে ১৮ বলে ২৭ রানের ইনিংস খেলেছেন তিনি।

এরপর দলীয় ১১৮ রানের মাথায় মায়াঙ্ক আগারওয়াল সাজঘরে ফেরেন মাত্র ১৫ রানে। একই ওভারের চতুর্থ বলে চাহালের ঘূর্ণিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বেয়ারস্টো। এরপর জিতেশ শর্মা ও লিভিংস্টোনের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ওভার শেষে ১৮৯ রানে থামে হায়দ্রাবাদের ইনিংস। ১ চার ও ২ ছক্কার সাহায্যে ১৪ বলে ২২ রান করে লিভিংস্টোর সাজঘরে ফিরলেও মাত্র ১৮ বলে ৩৮ রান নিয়ে অপরাজিত ছিলেন জিতেশ শর্মা। ২১১.১১ স্ট্রাইক রেট নিয়ে এ রান তোলার সময় তিনি হাকিয়েছে ৪টি চার ও ২টি ছক্কা। এছাড়া রিশি ধাওয়ান ৫ রানে অপরাজিত ছিলেন। রাজস্থানের হয়ে ৩ উইকেট পেয়েছেন চাহাল। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ও রবীচন্দ্র আশ্বিন।

১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানও ঝড়ো সূচনা করে। মাত্র চার ওভারেই করেছে ৪৬ রান। চতুর্থ ওভারের শেষ বলে ১৮৭ স্ট্রাইক রেটে ব্যাট করতে থাকা জস বাটলারকে ফেরায় রাবাদা। রাবাদার ফুল লেংথের বলকে কাট করতে গিয়ে রাজাপাকশের হাতে তালুবন্দি হন তিনি। এরপর ৮৫ রানে দ্বিতীয় উইকেটে অধিনায়ক সানজু স্যামসন আউট হন। আউট হওয়ার আগে ১২ বলে ২৩ করেছেন স্যামসন। তৃতীয় উইকেটের জুটিতে ইয়াশ ধুল ও দেবদূত পাদিক্কাল করেছেন ৫৬ রনের জুটি। দলীয় ১৪১ রানের মাথায় ১৬৫.৮৫ স্ট্রাইক রেটে ব্যাট করতে থাকা তরুণ ব্যাটার ইয়াশ ধুল আউট হয়েছেন ব্যক্তিগত ৬৮ রানে। ৪১ বলে ৬৮ রান করতে গিয়ে হাঁকিয়েছেন ২টি ছক্কা ও ৯টি চার। এরপর ১৮২ রানে রাজস্থানের চতুর্থ উইকেটে দেবদূত পাদিক্কাল সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৩১ রানে। সিমরন হেটমায়ারের অপরাজিত ৩১ রানের ঝড়ে দুই বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। হায়দ্রাবাদের হয়ে জোড়া উইকেট পেয়েছে অর্শদ্বীপ সিং। এছাড়া একটি করে উইকেট পেয়েছে কাগিসো রাবাদা ও রিশি ধাওয়ান।

এই ম্যাচে জয় পেলেও ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে রাজস্থান রয়্যালস। তাদের উপরে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লক্ষ্ণেী সুপার জায়ান্টস ও ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গুজরাট টাইটান্স।এসএইচ

LEAVE A REPLY