মার্তিনেজের জোড়া গোলে শীর্ষে ইন্টার মিলান

সিরি’আ টুর্নামেন্টে শনিবার সান সিরোতে এম্পোলির বিপক্ষে গোল করার পর আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজকে ঘিরে সতীর্থদের উল্লাস

ইউরোপের লিগগুলোর মধ্যে ইতোমধ্যে লা লিগা, বুন্দেসলিগা ও লিগ ওয়ানের শিরোপা নির্ধারণ হয়েছে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইতালির পেশাদার লিগের শিরোপা এখনো নির্ধারণ হয়নি। লা লিগায় রিয়াল মাদ্রিদ, বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ও লিগ ওয়ানে পিএসজি কোনোরকম জটিল প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ব্যাপক পয়েন্টের ব্যবধানে শিরোপা জিতেছে। অপরদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটি ও লিভারপুলের ন্যায় সিরি’আতে ও শিরোপার জন্য সমানে সমানে লড়াই করছে এসি মিলান ও ইন্টার।

৩৫ ম্যাচ শেষে দুই পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ছিল ইন্টার। শনিবার অ্যাম্পোলির বিপক্ষে ৪-২ গোলের জয়ের সুবাদে এক ম্যাচ বেশি খেলে মাত্র এক পয়েন্টের ব্যবধানে এসি মিলানকে টপকে শীর্ষে উঠে এসেছে ইন্টার। ইন্টারের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ ও একটি গোল করেছে চিলির ফরোয়ার্ড সানচেজ। এছাড়া একটি আত্মঘাতী গোল হয়েছে। একই দিনে আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার গোলে লিড পেয়েও শেষ পর্যন্ত জেনোয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে জুভেন্তাস। দুটি ম্যাচেই বিপরীত ফলাফল ঘটার সম্ভাবনা ছিল। কিন্তু শেষ দিকে অসাধারণ কামব্যাকের সুবাদে জয় পেয়েছে ইন্টার ও জেনোয়া।

শীর্ষে উঠার লড়াইয়ে নিজেদের ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বজায় রাখতে চেয়েছিল ইন্টার। বল দখলের লড়াইয়ে অ্যাম্পোলির ৩৫ শতাংশ বলের বিপরীতে স্বাগতিকরা রেখেছে ৬৫ ভাগ। কিন্তু প্রথমার্ধেই দুই গোল হজম করে বসে স্বাগতিকরা। ম্যাচের পঞ্চম মিনিটে অ্যাম্পোলিকে লিড এনে দেন ইতালির স্ট্রাইকার আন্দ্রেয়া পিনামন্তি। এরপর ২৮ মিনিটে সেই ব্যবধানকে দ্বিগুণ করে তোলেন আলবেনিয়ার মিডফিল্ডার ক্রিস্তান আসইয়ানি। প্রথমেই ব্যাকফুটে চলে যাওয়া ইন্টার ম্যাচে ফিরে আসে অ্যাম্পোলির ফুটবলারের মাধ্যমেই। বিরতির আগেই সফরকারীদের ডিফেন্ডার সিমোনে রোমানিওলির আত্মঘাতী গোলের সুবাদে ব্যবধান কমিয়ে আনে ইন্টার। এরপর জ¦লে ওঠে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। বিরতিতে যাওয়ার শেষ মিনিটে প্রথম গোল করেন মার্তিনেজ। এরপর বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন আলবিসেলেস্তেদের এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন চিলির ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ। দুই গোলের ব্যবধানে এই জয়ের সুবাদে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে ইন্টার। রবিবার রাতে ভেরোনার বিপক্ষে জয় পেলে আবারো শীর্ষস্থান নিজের করে নেবে এসি মিলান।

অপরদিকে সিরি’আ টুর্নামেন্টেই জেনোয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে জুভেন্তাস। ম্যাচের পরিসংখ্যানে স্বাগতিকদের ৪৬ ভাগ বল রাখার পরিবর্তে জুভেন্তাস রেখেছে ৫৪ ভাগ। দীর্ঘ সময় বল পেয়েও কাজের কাজ করতে পারেনি তারা। বরাবরের ন্যায় শট নিতেই ব্যর্থ হয়েছে। পুরো ম্যাচে মাত্র ১২টি শট নিতে সক্ষম হয়েছে দিবালারা। তবে সেখানেও ছিল লক্ষ্যভ্রষ্টের বন্যা। মাত্র ৪টি শট রাখতে পেরেছিল লক্ষ্য বরাবর। অপরদিকে স্বাগতিকরা বল কম পেলেও ১৮টি শটের মধ্যে ৬টি রেখেছে লক্ষ্য বরাবর। ম্যাচের প্রথমার্ধ শেষে গোলশূন্য থাকলেও বিরতি থেকে ফিরেই আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার গোলে লিড পায় জুভেন্তাস। জেনোয়ার মাঠ লুইজি ফেরারিসে ৪৮ মিনিটে ইতালিয়ান স্ট্রাইকার মইসে কিনের সহায়তায় প্রথমে জুভেন্টাসকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এক গোলের সুবাদেই প্রায় জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছিল তারা। কিন্তু শেষ সাত মিনিটে বিনা মেঘে বজ্রপাত পড়ে জুভেন্তাসের ওপর। ৮৭ মিনিটে আইসল্যান্ডের ফরোয়ার্ড অ্যালবার্ট গুডমুন্ডসনের গোলে সমতায় ফেরে জেনোয়া। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডি-বক্সে জেনোয়ার ইতালিয়ান স্ট্রাইকার কেলভিন ইয়েবোয়াকে ফাউল করেন জুভেন্টাসের ফুলব্যাক মাত্তিয়া দি শিলিও।

পেনাল্টিতে গোল করে জেনোয়াকে স্মরণীয় এক জয় এনে দেন জুভেন্টাসেরই সাবেক লেফটব্যাক দমিনিকো ক্রিসিতো। শিরোপার প্রতিযোগিতা থেকে আগে থেকেই ছিটকে গেছে জুভেন্তাস। সেজন্য এই হারের ফলে তাদের বেশ একটা ভাবতেও হয়নি। ৩৬ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক ক্লাবটি। সিরি’আ থেকে সেরা চার দলই চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে অংশগ্রহণের সুযোগ পাবে। পাঁচে থাকা রোমা ৩৫ ম্যাচ খেলে জুভেন্টাসের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে। জোসে মরিনিওর দল বাকি তিন ম্যাচে জিতলে আর জুভ নিজেদের বাকি দুই ম্যাচ হারলেও রোমার পক্ষে জুভেন্তাসকে পেরিয়ে যাওয়া সম্ভব হবে না।

এই মৌসুম শেষে জুভেন্তাসের জার্সিতে আর দেখা যাবে না দিবালাকে। ইতালিয়ান সংবাদমাধ্যম কালসিওমের্কাতো ও স্কাই স্পোর্তস ইতালিয়া বলেছে, ইন্টার মিলানের সঙ্গে কথা হয়েছে দিবালার। ইন্টার মিলানে প্রতি বছর ৬০ কোটি টাকা আয় করবেন তিনি। দলটির সঙ্গে তার চুক্তিটা হবে ৪ বছরের। দীর্ঘ সাত বছরের সম্পর্কের ইতি টেনে দিবালার নতুন ঠিকানা হতে যাচ্ছে আরেক ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ইন্টারে নম্বর টেন জার্সি নিয়ে আগে থেকেই আছে আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গী লাউতারো মার্তিনেজ। দুই স্বদেশি ফরোয়ার্ডের রসায়নকের দৃঢ় করে সিরি’আসহ ইউরোপের অন্যান্য পেশাদার লিগগুলোতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে মরিয়া হয়ে কাজ করবে ইন্টারের কোচিং স্টাফরা।এসএইচ

LEAVE A REPLY