যুদ্ধ শুরুর পর প্রথমবার জনসম্মুখে ইউক্রেনের ফার্স্টলেডি

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রোববার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কি। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মা দিবস উপলক্ষ্যে মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন এক অপ্রত্যাশিত সফরে ইউক্রেনের সীমান্তবর্তী উজহোরোড শহরে পৌঁছালে ওলেনা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময়ই রুশ আগ্রাসন শুরুর পর  প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় তাকে। 

উজহোরোডের একটি স্কুলে দুই দেশের ফার্স্টলেডি সাক্ষাৎ করেন। 

মার্কিন জনগণ ইউক্রেনের জনগণের পাশে রয়েছে, সেটা প্রকাশ করতেই এ সফর বলে জানান জিল বাইডেন। ইউক্রেন যুদ্ধকে ‘নিষ্ঠুর’ অভিহিত করে তা বন্ধের আহ্বানও জানান তিনি।

এ সময় মার্কিন ফার্স্টলেডির ইউক্রেন সফর ‘সাহসী পদক্ষেপ’ বলে অভিহিত করেন ওলেনা জেলেনস্কি।  

এর পর তারা স্কুলে আশ্রয় নেওয়া শিশুদের সঙ্গে সময় কাটান। 

LEAVE A REPLY