নিউমার্কেট সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে

গত ১৯ এপ্রিল ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্যদের লাঞ্ছিতের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা কলেজের পাঁচজন শিক্ষার্থীকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন রাজধানীর এক আদালত। ওই শিক্ষার্থীরা হলেন- আব্দুল কাইয়ুম (২৪), পলাশ মিয়া (২৪), মাহমুদ ইরফান (২৪), ফয়সাল ইসলাম (২৪) ও জুনায়েদ বুগদাদি (১৯)।

নিউমার্কেট থানার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা হালদার অর্পিত ঠাকুর তাদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে মহানগর হাকিম তামান্না ফারাহ এ আদেশ দেন।

এর আগে এ বিষয়ে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, সংঘর্ষে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার ঘটনায় এ পাঁচ শিক্ষার্থী সরাসরি জড়িত। তাই এ ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাদের রিমান্ডে নেয়া প্রয়োজন।

গত ১৯ এপ্রিল নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ডেলিভারিম্যান নাহিদ মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকেই এর আগে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। পরে মামলায় তাদের দুইদিনের রিমান্ডে নেয়া হয়।ডি- এইচএ

LEAVE A REPLY