গুরত্বপূর্ণ ইস্যুতে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। সোমবার (৯ মে) রাত ৮টায় ভার্চূয়ালি বৈঠকটি হবে। এদিন দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন। দলটির প্রেস উয়িং কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, রাত ৮টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হবে। এতে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন।

সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে আগামী ৩০ মে প্রয়াত রাষ্ট্রপতিক জিয়াউর রহমানের ৩১ তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি ঠিক করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যাবহারের ঘোষণা পর্যবেক্ষণ, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির নির্ধারন, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচননের ফলাফল পরিবর্তনে আওয়ামীলী আইনজীবীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হবে।

এছাড়াও র‌্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকার কর্তৃক ভারতের সহযোগীতা প্রার্থনার বিষয়ে আলোচনা, দূর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী সাংসদদের বিদেশ ভ্রমনের বিষয়ে পর্যালোচনা এবং দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসনেরে বাড়িতে হামলার পরিপেক্ষিতে কি ধরনের কর্মসূচি নেয়া যায় তা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি চলমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দলগুলোর সঙ্গে মতবিনিময় করার যে সিদ্ধান্ত ছিল, তা আনুষ্ঠানিকভাবে শুরু করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।এসএইচ

LEAVE A REPLY