প্রচণ্ড বজ্রপাত ও ঝড়ের সময় একটি অ্যাপার্টমেন্ট ভবনের ভেতরের টয়লেট ধ্বংস। চলতি মাসের শুরুর দিকে মার্কিন যুক্তকরাষ্ট্রের ওকলাহোমায় এই ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম ফক্সএইট এক প্রতিবেদনে জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘ব্যাখ্যাতীত’ বলে অভিহিত করেছেন।
ফক্সএইট জানায়, প্রচণ্ড ঝড়ে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও টেক্সাসের কিছু এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি করেছে। তুলসার কাছে ওকমুলজি শহরে বজ্রপাত অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে আঘাত করার পর এক্সস্ট ফ্যানের মধ্য দিয়ে ঢুকে একটি টয়লেট উড়িয়ে দেয় বলে ফক্সএইট জানিয়েছে।
ওই টয়লেটের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। টয়লেটটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ছবিতে দেখা গেছে। বজ্রপাতের ফলে ছাদে একটি গর্তের সৃষ্টি হয়েছে। নিচেই টয়লেটের পোড়া অংশ পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম নেক্সস্টারের বরাত দিয়ে ফক্স 8 জানিয়েছে, ওকমুলজির দমকলবাহিনীর লেফটেন্যান্ট রকি মোরো ঘটনাটিকে ‘ব্যাখ্যাতীত’ বলে অভিহিত করেছেন।
অন্যদিকে, ওকমুলজির দমকলবাহিনীর প্রধান ডিওয়েন হার্ট নেক্সস্টারকে বলেন, যখন অগ্নিনির্বাপক কর্মীরা এসে পৌঁছান তখনও টয়লেটে সামান্য আগুন জ্বলছিল। তারা সিলিংয়ে ‘সামান্য’ পোড়া কড়িকাঠও খুঁজে পেয়েছিল।কড়িকাঠের পোড়া অংশ দেখেই বজ্রপাত হয়েছে বলে নিশ্চিত হয় তারা।
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় অ্যাপার্টমেন্ট ইউনিটটি খালি থাকায় কেউ আহত হননি।
অবশ্য স্থানীয় দমকলবাহিনী এই ঘটনাকে ব্যাখ্যাতীত বললেও বিশেষজ্ঞদের মতে, বজ্রপাত লোহা বা সীসার পাইপের মাধ্যমেও পরিবাহিত হতে পারে। এই কারণেই যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা বজ্রপাতের সময় ঝরনা, বাথটব এমনকি থালা বাসন না ধোয়ার পরামর্শ দেয়।
