‘অফিসারদের নির্দেশ মানছে না রুশ সেনারা’

যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা জানিয়েছেন, তারা শুনতে পারছেন, রুশ সেনা ও মধ্যম সারির অফিসাররা উচ্চপদস্থ অফিসারদের কথা মানছে না এবং তাদের নির্দেশ অনুযায়ী কাজ করছে না। এমনকি ব্যাটালিয়ন পর্যায়েও এমনটি হচ্ছে।

মূলত দোনবাসে রাশিয়া নতুন করে অভিযান শুরু করার পর নিচের দিকের অফিসার ও সেনারা এমনটি করছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা। 

তিনি বলেন, এই অফিসাররা হয়তবা নির্দেশ মানতে অস্বীকৃতি জানাচ্ছে অথবা যেরকম ক্ষিপ্রতা তৎপরতা নিয়ে একজন অফিসার নির্দেশ পালন করেন সেরকম কিছু দেখা যাচ্ছে না। 

যুক্তরাষ্ট্রের  ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকেই মনোবল সংকটে আছে রুশ সেনারা। 

তার মতে, ইউক্রেনে যুদ্ধ করতে এসেছে রুশ বাহিনী যেসব সমস্যায় জর্জরিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো, সেনাদের নির্দেশ না মানার বিষয়টি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তা আরও জানিয়েছেন, রুশ সেনারা এখনো ইউক্রেনে লজিস্টিক সমস্যায় আছে। তারা ঠিক মতো জ্বালানি বা খাবার পাচ্ছে না। এ কারণে তাদের অভিযানের গতিও ধীর হয়ে গেছে। 

সূত্র: সিএনএন

LEAVE A REPLY