সাকিব আল হাসান। ফাইল ছবি
করোনা আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে ছুটি কাটানোর সময় তার করোনা শনাক্ত হয়। এই কারণে সাকিব খেলতে পারবেন না চট্টগ্রামে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচটি।
গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন।
ঈদের ছুটি শেষে আবার টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে উঠছে ক্রিকেটাররা। এরই মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচের দুই সিরিজকেব সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে টাইগাররা। তবে সোমবার ও মঙ্গলবার ছুটি নেয়ায় মাঠে ছিলেন না সাকিব আল হাসান। টিম ম্যানেজমেন্ট সূত্রে বুধবার তার ফেরার ব্যাপারে জানা গেলেও করোনা সবই ভেস্তে দিল।ডি- এইচএ