চীনে ১১৩ যাত্রী নিয়ে বিমানে ভয়াবহ আগুন

বৃহস্পতিবার চীনের চংকিং বিমানবন্দরে তিব্বত এয়ারলাইন্সে ভয়াবহ আগুন লাগে

চীনে রানওয়েতে ছিটকে পড়ে একটি বিমানে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১২ মে) দেশটির চংকিং বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। ওই বিমানে ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন।

তিব্বত এয়ারলাইন্স নামে ওই বিমানের যাত্রীরা নিরাপদে আছেন। এ বিষয়ে তিব্বত এয়ারলাইন্স জানায়, এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। খবর পিপলস ডেইলি, সাউথ চায়না মর্নিং পোস্ট ও জি নিউজের।

সিসিটিভির একটি ভিডিও ফুটেজে ওই বিমান থেকে অতিমাত্রায় কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন নেভাতে লোকজন রানওয়েতে দৌঁড়াদৌঁড়ি করতে দেখা গেছে।

এর আগে গত মার্চে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়। দেশটির গুয়াংঝি অঞ্চলে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু সদস্য ছিলেন ও তারা সবাই মারা যান।ডি- এইচ

LEAVE A REPLY