টিভি নাটকে অভিনয় করেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেন অভিনেতা মোশাররফ করিম। পরে সিনেমাতে অভিনয় করেই আকাশচুম্বী জনপ্রিয় হন তিনি। নাটক ও সিনেমা এই দুই মাধ্যমেই সমান্তরালে অভিনয় করে যাচ্ছেন তিনি।
এভাবে নিজেকে এক নতুন উচ্চতায় আসীন করেছেন তিনি। করোনার কারণে গত দুই বছর পরিকল্পনামতো অভিনয় করতে পারেননি মোশাররফ করিম। তাই দর্শকের সামনে তার উপস্থিতি কিছুটা কমে গিয়েছিল। তবে গত রোজার ঈদে খোলস থেকে বেড়িয়ে এসে দারুণ অভিনয়শৈলী প্রদর্শন করেছেন এই অভিজ্ঞ অভিনেতা।
সিনিয়র অভিনয়শিল্পীদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছেন; যা দর্শকের দৃষ্টি আকর্ষণ হয়েছে। তার অভিনীত প্রায় প্রতিটি নাটকই দর্শকপ্রিয়তা পায়; যা মোশাররফ করিমের অভিনয় ক্যারিয়ারে জন্য এক ইতিবাচক বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ঈদের নাটকে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, আমার কাজ হলো অভিনয় করা। আমি সেই কাজটিই করার চেষ্টা করি। কেমন অভিনয় করি তা তো দর্শকই ভালো বলতে পারবেন। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ স্বাভাবিকভাবে সামনের সময়গুলো অতিক্রম করতে পারি।