ছত্তিশগড়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত দুই পাইলট

ভারতের ছত্তিশগড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ছত্তিশগড়ের রায়পুরের একটি বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ছত্তিশগড়ের স্টেট হেলিকপ্টারটি এদিন রাত ৯টা ১০ মিনিটে মানা থানার অধীনে রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে একটি অনুশীলনের হেলিকপ্টারটি ভেঙে পড়ে।  

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণেই এটি ভেঙে পড়েছে।  সঠিক কারণ খুঁজে বের করার জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এবং ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে।

এদিকে ঘটনার পরেই ডিজিসিএ ও রাজ্য সরকার এ নিয়ে তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও তার শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনায় আমাদের দুজন পাইলটই নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব নিহত হয়েছেন। হেলিকপ্টারটিকে অবতরণ করার চেষ্টা সময় এটিতে আগুন ধরে যায়। বাহনটিকে কোনো যাত্রী ছিল না।

LEAVE A REPLY