সালমান খানের নতুন লুকে চমকে গেলেন ভক্তরা

বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের নতুন লুকে চমকে গেলেন ভক্তরা। হাতে স্টিলের রড, চোখে কালো চশমা, মাথাভর্তি ঝাঁকড়া চুল– সালমানকে যেন চেনাই মুশকিল। 

শনিবার সকালে নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ ফার্স্ট লুক শেয়ার করেছেন বলিউড ভাইজান। ক্যাপশনে লিখলেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হলো।’ 

নিজের ফার্স্ট লুকের ছবিতেই বাজিমাত করলেন ভাইজান। তার লুক দেখে সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

সিনেমার নাম উল্লেখ না করেই পোস্ট শেয়ার করেছেন সালমান। তবে দর্শকদের অনুমান, এটি ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ই ফার্স্ট লুক।

ছবিতে দেখা যাচ্ছে, সালমান খানের কাঁধ পর্যন্ত লম্বা চুল। চোখে সানগ্লাস। হাতে একটা স্টিলের রড।

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র জন্য, অধীর আগ্রহে সালমান ভক্তরা। ছবিটি প্রকাশের পর সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছার বন্যা, কেউ বললেন– ‘ভাইজান আমরাও উত্তেজিত’। কারও বক্তব্য, ‘পুরো আগুন–এবার ধামাকা হবে’। কেউ বললেন, ‘আপনি সেরা ভাইজান’। 

LEAVE A REPLY