চিতায় পুড়ে যাওয়া সন্তুরবাদক শিবকুমার শর্মার নশ্বর দেহের দিকে অপলক চেয়ে থাকেন তবলাবাদক জাকির হোসেন (ইনসেটে শিবকুমার শর্মা)। ছবি: ভোরের কাগজ
সদ্য প্রয়াত কিংবদন্তি সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়া ভারতীয় ধ্রুপদি সঙ্গীত জগতের আরেক উজ্জ্বল নক্ষত্র তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মার নশ্বর দেহ। আর তা তাকিয়ে দেখছেন ওস্তাদ জাকির হোসেন।
দুটি পৃথক ধর্মের এ দুই কিংবদন্তী সঙ্গীতশিল্পী জীবনে বেশ কয়েকবার একসঙ্গে মঞ্চে গান গেয়েছেন। তাদের একসঙ্গে মঞ্চে দেখতে মুখিয়ে থাকতো দর্শক-শ্রোতারা। আর সেই দিনগুলোর অবসান এভাবেই হলো- এমনটি ভেবে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।
গত ১১ মে বিকেলে মুম্বাইয়ের ভিলে পার্লের পবন হংস মহাশ্মশানে শিবকুমারের মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়। সেই জ্বলন্ত চিতার পাশে একাকী শুভ্র বসনে দাঁড়িয়ে থাকা জাকির হোসেনের ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে বলেছেন, ভারতের ভুখণ্ডে সাম্প্রদায়িক বিভাজন থাকতে পারে না।
পাশাপাশি ভাইরাল হওয়া আরেকটি ছবিতেও শেষযাত্রায় পণ্ডিত শিবকুমার শর্মার মরদেহ কাঁধে তুলে নিতে দেখা যায় জাকির হোসেনকে।ডি- এইচএ