প্রতীকী ছবি
২০২১ সালে প্রবাসী আয়ে বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘অভিবাসন ও উন্নয়ন’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়।
প্রবাসী আয়ে শীর্ষ ছয়ে থাকা দেশগুলো হল- ভারত, মেক্সিকো, চীন, ফিলিপাইন, মিশর ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে ভারত ও পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান।
প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বাংলাদেশে প্রবাসী আয়ে মাত্র দুই দশমিক দুই শতাংশ (২২০০ কোটি ডলার) প্রবৃদ্ধি হয়েছে। এ বছরের শেষ নাগাদ প্রবাসী আয়ে প্রবৃদ্ধির হার দুই শতাংশ হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। মূলত সরকারি প্রণোদনা এবং দেশে পরিবারের কাছে অর্থ পাঠানোর কারণে এ প্রবৃদ্ধি হয়েছে।
এদিকে গত মার্চে শুরুতে ২৪ শতাংশ উল্লম্ফন ছাড়া গত আটমাসে দেশে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি কমেছে। বিশ্বব্যাংক বলছে, চলতি বছরের শেষ নাগাদ প্রবাসী আয়ে প্রবৃদ্ধির হার কমে দুই শতাংশে নেমে আসবে।ডি- এইচএ