উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন
তিনদিনের মধ্যে উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।
দুইদিন আগে করোনায় প্রথম মৃত্যুকে ঘিরে উত্তর কোরিয়ার সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে এই মুহূর্তে দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উদ্বেগে আরও বাড়ছে করোনা সংক্রামণের চাপ। উত্তর কোরিয়ার প্রশাসন জানিয়েছে, গত কয়েক দিনে সব মিলিয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। শুধু তিন দিনেই করোনা আক্রান্তের সংখ্যা আট লাখ ২০ হাজার ৬২০ জনে উন্নীত হয়েছে। যাদের মধ্যে তিন লাখ ২৪ হাজার ৫৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
এ পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউনে কঠোরতা অবলম্বন করছে উত্তর কোরিয়া। পণ্য উৎপাদন থেকে পণ্য পরিবহণ- সবকিছু আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।ডি- এইচএ