পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যবহৃত মোবাইল দুটি চুরি হয়েছে। সোমবার তার মুখপাত্র শাহবাজ গিল এক টুইটে এ তথ্য জানান।
পাকিস্তানে অনাস্থা প্রস্তাবের মুখে পদত্যাগ করা প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি অভিযোগ করেছেন, তাকে হত্যার পরিকল্পনা চলছে। এর প্রমাণস্বরূপ একটি ভিডিও চুরি যাওয়া ওই মোবাইলে রেখে দিয়েছিলেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে ইমরান খানের দুটি মোবাইল চুরি করা হলো। খবর জিও নিউজ, টাইমস অব ইন্ডিয়ার।
টুইটে শাহবাজ গিল উল্লেখ করেন, গত শনিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ শেষে ফেরার সময় শিয়ালকোট বিমানবন্দর থেকে তার ব্যবহৃত মোবাইল দুটি চুরি হয়ে যায়।ডি- এইচএ