দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত মালাইকা?

বয়সে ১২ বছরের বড় মালাইকার প্রেমে মজেছিলেন অর্জুন কাপুর এ কথা পুরনো। অনেক জল্পনার শেষে নিজেদের সম্পর্ককে স্বীকৃতিও দিয়েছেন বলিউড আইটেম কুইন মালাইকা অরোরা ও হালের হিরো অর্জুন কাপুর।

শোনা যাচ্ছে, চলতি বছরেই শীতে চার হাত এক হবে দুই তারকার।  আগামী নভেম্বর অথবা ডিসেম্বরে বিয়ের তারিখ নির্দিষ্ট করা হবে।

সূত্রের বরাতে ইন্ডিয়া টিভি জানিয়েছে, শীতের শুরুতেই বিয়ে করবেন আলোচিত এ ‍জুটি।  দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মালাইকা। তারা নাকি ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করতে চান না। সম্ভবত মুম্বাইতেই তারা বিয়ে করবেন। তবে শুধু পরিবার, বন্ধুবান্ধবের উপস্থিতিতেই সাতপাক ঘুরবেন মালাইকা-অর্জুন।

সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে ২০১৯ সালে অর্জুনের সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা। তারপর থেকেই তাদের অসমবয়সি প্রেম আলোচনায় রয়েছে। 

সম্প্রতি মালাইকা জানান, একসঙ্গে এক সুন্দর ভবিষ্যৎ নিয়ে নিয়মিত আলাপ আলোচনাও করেন তারা। তাতেই তাদের বিয়ে নিয়ে জল্পনার শুরু।

বলিউডের এ অভিনেত্রীর বয়স ৪৮। আর অভিনেতা অর্জুন কাপুর এখন ৩৬ এ পা দিয়েছেন। অর্থাৎ অভিনেত্রীর থেকে বারো বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুর।  যদিও মালাইকা নিজেকে ফিট রেখেছেন। এই বয়সেও নিজের মোহনীয় দেহয়াবব দিয়ে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করতে পারলেও তার এ প্রেমের সম্পর্ক ও বয়স নিয়ে আজও কম খোঁটা শুনতে হয় না।

LEAVE A REPLY