ক্যামেরায় ধরা পড়ল দুই বাসের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য (ভিডিও)

দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ভয়ংকর ভিডিও ধরা পড়েছে দুর্ঘটনা কবলিত একটি বাসের ভেতরে স্থাপন করা ক্যামেরায়। 

ভারতের তামিলনাড়ুর সালেম এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

এই দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১৮ জন আরোহী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে দুই বাসের চালকও রয়েছেন। 

দুই বাসের মধ্যে একটি বাস ভুল লেনে ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।

দুর্ঘটনা প্রভাবে বাসচালক ও যাত্রীদের নিজেদের আসন থেকে ছিটকে পড়ে যেতে দেখা যায়। 

আহতদের সবাইকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

LEAVE A REPLY