ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে পেরেসভেট নামে লেজার অস্ত্র ব্যবহার করছে, এমন দাবি করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ।
তার দাবি এ অস্ত্রটি ৫ সেকেন্ডের মধ্যে একটি ড্রোনকে পুড়িয়ে দিতে পারে।
তবে রুশ উপ-প্রধানমন্ত্রীর এমন দাবি নিয়ে উপহাস করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। তিনি বলেছেন, তাদের এ অস্ত্রটি জার্মান নাৎসীদের ‘ওয়ান্ডার্স অস্ত্র’ এর মতো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসীরা জানিয়েছিল তারা ওয়ান্ডার্স অস্ত্র বানাচ্ছে। কিন্তু যেটির কোনো অস্বিত্ব ছিল না।
তাছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বলা হয়েছে, রাশিয়া যে লেজার অস্ত্র ব্যবহার করার কথা দাবি করেছে, সেটি আসলে প্রোপাগান্ডা। তারা এরকম কোনো অস্ত্রের ব্যবহার দেখেননি।
এদিকে রাশিয়ার সামরিক মোতায়েনের দায়িত্বে থাকা উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানান, কথিত লেজার অস্ত্র পেরেসভেট ইতোমধ্যে ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে এবং পৃথিবী থেকে দেড় হাজার কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটকে অন্ধ করে দিতে পারে এই অস্ত্র।
তিনি জানান, যদিও এই মুহূর্তে রাশিয়ার কাছে পেরেসভেটের তুলনায় আরও শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে। যেগুলো ড্রোন ও অন্যান্য সরঞ্জামকে পুড়িয়ে দিতে পারে।
বরিসভ জানান, মাত্র ৫ সেকেন্ডের মধ্যে ৫ কিলোমিটার দূরে থাকা ইউক্রেনের একটি ড্রোন পুড়িয়ে দিতে সক্ষম হয় এ অস্ত্র।
সূত্র: বিবিসি