আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

প্রখ্যাত কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল

বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার (১৯ মে) অর্থমন্ত্রী এক শোকবার্তায় বলেন, ভাষাসৈনিক আবদুল গাফফার চৌধুরীর কালজয়ী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা। কলাম লেখক ছাড়াও তিনি কবি, নাট্যকার ও ঔপন্যাসিক হিসেবেও সমধিক পরিচিত। পেশাগত কাজে সফলতার স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মানিক মিয়া পদকসহ দেশীয় এবং আন্তর্জাতিক পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফফার চৌধুরী।

শোকবার্তায় অর্থমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।ডি- এইচএ

LEAVE A REPLY