অস্ট্রেলিয়ায় নির্বাচনে হেরে গেলেন প্রধানমন্ত্রী স্কট মরিসনের দল

অস্ট্রেলিয়ার  প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে লেবার পার্টি। এর ফলে দেশটি প্রধানমন্ত্রী স্কট মরিসনের দলকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লেবার নেতা অ্যান্থনি আলবানিজ দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে বিবিসি জানিয়েছে।

তবে লেবার পার্টিই সংখ্যাগরিষ্ঠ হবে নাকি স্বতন্ত্র এবং ছোট দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন করবে তা স্পষ্ট নয় বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

LEAVE A REPLY