রেমিট্যান্স/ফাইল ছবি
রেমিট্যান্স পাঠানোর পথ সহজ করে দিল কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে পাঁচ হাজার ডলারের বেশি বা ৫ লাখ টাকার বেশি রেমিট্যান্স এলে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই পাওয়া যাবে প্রণোদনা। এতদিন পাঁচ হাজার ডলারের বেশি রেমিট্যান্সের কাগজপত্র জমা দেয়া বাধ্যবাধকতা ছিল। বর্তমান ডলার সংকট নিয়ন্ত্রণে এখন তা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে দেশে সহজে রেমিট্যান্স পাঠাতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা।
সোমবার (২৩ মে) বৈধ উপায়ে রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনার প্রক্রিয়া সহজ করতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনা জারির দিন থেকেই এটি কার্যকর হবে বলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ একটি নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে। সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাঁচ হাজার অথবা পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্স পাঠালে প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার জন্য প্রবাসীর কাগজপত্র বিদেশের এক্সচেঞ্জ হাউজ থেকে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই আড়াই (২ দশমিক ৫০) শতাংশ হারে নগদ সহায়তা পাওয়া যাবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।