সাকিবের ঘূর্ণিতে কুপোকাত করুনারত্নে

ঢাকা টেস্টে তৃতীয় দিন করুনারত্নেকে আউট করে সতীর্থদের সঙ্গে উল্লাসে মাতেন সাকিব আল হাসান

ঢাকা টেস্টের তৃতীয় দিন বুধবার (২৫ মে) সকালটা নিজেদের করে নিয়েছে মুমিনুল বাহিনী। পেসরার ইবাদতের পর উইকেট শিকার করেন সাকিব আল হাসান। দুর্দান্ত ঘূর্ণিতে ভয়ংঙ্কর হয়ে ওঠার আগে অধিনায়ক দিমুথ করুনারত্নেকে বোল্ড করেন সাকিব। ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ১৬৪ রান তুলেছে। সফরকারীরা এখনো ২০১ রান পিছিয়ে আছে।

এদিকে তৃতীয় দিন কিছু বুঝে উঠার আগেই টাইগার পেসার ইবাদতের দ্বিতীয় বলে বোল্ড হন রাজিথা। তিনি ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। তৃতীয় দিন লঙ্কানরা ২২২ রানে পিছিয়ে থেকে শুরু করে।

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে নিজদের প্রথম ইনিংসে সব উইকেট খুইয়ে ৩৬৫ রান তুলেছে বাংলাদেশ। মূলত মুশফিক-লিটনের ব্যাটে তৃপ্তির ডেকুর তুলেছে টাইগাররা। কিন্তু ক্যাচ মিস আর রিভিউ নিয়ে টানাটানি করে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন পার করে মুমিনুল বাহিনী। সেই সুযোগে ব্যাট হাতে লঙ্কানরা ভালোই জবাব দিয়েছে। তাছাড়া প্রথম স্পেলে সাকিব আল হাসানের বোলিংয়ে তেমন ধার ছিল না। তিনি ৭ ওভার হাত ঘুরিয়ে ১৯ রান দেন। তবে শেষ বিকেলে দ্বিতীয় স্পেল করতে এসেই সাফল্য পায় বিশ্ব সেরা অলরাউন্ডার। নিজের অষ্টম ওভারের প্রথম বলেই কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান। ৪৯ বলে ১১ রান করেন মেন্ডিস।

এর আগে নিজদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও ওশাদা ফার্নান্দো বেশ সতর্ক ব্যাটিং করেন। বিনা উইকেটে ৮৪ রান তুলে চা-বিরতিতে যায় তারা দুজন। বিরতির পর চতুর্থ ওভারে টাইগার পেসার ইবাদত হোসেন ভাঙেন উদ্বোধনী জুটি। তার বলে ফার্নান্দো ৫৭ রান তুলে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন। ৯৫ রানে ভাঙে দিমুথ করুণারত্নের সঙ্গে তার জুটি। তবে চা বিরতির আগে ফার্নান্দোকে আউট করার সুযোগ পেয়েছিলেন সাকিব। কিন্তু তিনি নিজের বলে ফিরতি ক্যাচ লুফে নিতে পারেননি। অবশ্য নাগালে পাবার জন্য হাত বাড়িয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। যাইহোক ইবাদতের বলে শেষ রক্ষা হয়নি ফার্নান্দোর।

এছাড়া দ্বিতীয় দিন সতীর্থরা যোগ্য সঙ্গ দিতে পারেনি মুশফিককে। ফলে টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ডাবল সেঞ্চুরির স্বাদ নিতে পারলেন না মিস্টার ডিপেন্ডেবল। ইবাদত আউট হবার পর আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মুশফিক।রি-কেই/ইভূ

LEAVE A REPLY