রিয়ালকে হারিয়ে যে দুঃখ ভুলতে চায় সালাহ

২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে পরাজয় হয়েছিল লিভারপুলের। সেই দলে যুক্ত ছিলেন লিভারপুলের সুপারস্টার মোহাম্মদ সালাহ। রিয়ালের কাছে হারার দুঃখ ভুলতে চাই সালাহ। দীর্ঘ চার বছর পর আবারও সেই ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। এবার তার স্বপ্ন পূরণের অপেক্ষায়। 

সেবার রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ এ হারে লিভারপুল। ওই ফাইনাল ম্যাচে রিয়ালের সার্জিও ব়্যামোসের কড়া ট্যাকলে মাঠ ছাড়তে হয়েছিল সালাহ। কতটা অসহায় হয়ে সেদিন মাঠ ছেড়েছিলেন সালাহ সে কথা আজও ভোলেনি লিভারপুল সমর্থকরা। 

দীর্ঘ চার বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। আজ বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি। এবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে দুঃসহ আর যন্ত্রণা ভুলতে চায় সালাহ। ভুলতে চায় লিভারপুলও। 

মোহামেদ সালাহ বলেন, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে চাই। চার বছর আগে তাদের কাছেই ফাইনালে হেরেছিলাম। তাই আমি চাইছি, তাদেরকে হারিয়েই এবার খেতাব জিততে। তাহলেই সেটা মধুর প্রতিশোধ হবে।

ফাইনালে হারের পাশাপাশি মাঝ পথে মাঠ ছাড়ার যন্ত্রণা আজও ভোগায় তাকে। সালাহ বলেন, সেইবার ৩০ মিনিটের মাথায় মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। ওটা আমার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মুহূর্ত। সেদিন আমার মন ভেঙে গিয়েছিল। আমি হাসপাতালে থেকে দলের রেজাল্ট জেনেছিলাম। আমরা ওই ম্যাচটা হারতাম না। ওই খবরটা শোনার পর বিশ্বাস করতে পারিনি। 

LEAVE A REPLY