শাহরুখ পুত্র আরিয়ান খান
ভারতীয় গোয়েন্দাদের দায়ের করা মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খান বেকসুর খালাস পেয়েছেন। গত বছর দীর্ঘ ২৮ দিন ধরে একটানা কারাগারে ছিলেন তিনি।
শুক্রবার (২৭ মে) ভারতীয় গোয়েন্দা সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আরিয়ানকে বেকসুর খালাস দেন।
এর আগে ২০২১ সালের ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল জাহাজ থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আরিয়ানসহ অন্য বন্ধুরা জানান, ওই জাহাজে তারা ‘রেভ পার্টি’ করতে গেছিলেন।
ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার বিষয়টি তদন্তককালীন সময় থেকে বলিউড তারকাদের মাদক সংশ্লিষ্টতার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে থাকে।ডি- এইচএ