মায়ের ভোগ রান্নায় ব্যস্ত সাংসদ নুসরাত জাহান
পরনে অফ হোয়াইট-লাল সিল্কের শাড়ি, পরিপাটি করে বাঁধা চুল- বিশাল খুন্তি হাতে নিয়ে মায়ের ভোগ রান্নায় ব্যস্ত অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। শনিবার বসিরহাট উত্তরের খোলাপোতা কালী মন্দিরের পূজায় শামিল হলেন সাংসদ। শুধু পূজার উদ্বোধন করেই থেমে থাকলেন না তিনি, সেখানকার ঘরের মেয়ে হয়ে পূজায় ভোগ রান্নায় হাতও লাগালেন নুসরাত জাহান।
অভিনয়ের পাশাপাশি নুসরাত রান্নার কাজেও পটু তা কারো অজানা নয়। বাড়িতে নিত্যনতুন রান্না করতে ভালোবাসেন তিনি। তবে এদিন পূজার খিচুড়ি ভোগ রাঁধতে দেখা যায় নুসরাতকে। খুন্তি চালাতে চালাতেই সহাস্য মুখে সাংসদের প্রশ্ন, ‘কি পেরেছি?’ চারিপাশ থেকে জবাব আসে- ‘হ্যাঁ, দিদি পেরেছেন। ধন্যবাদ দিদি’। খবর হিন্দুস্তান টাইমস।