দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন জনপ্রিয় নায়িকা শাবনূর। ঘর সামলানো তো বটেই, বাইরেও নিজেকেই সামলাতে হয়। মাঝে-মধ্যে দেশে ফিরলেও তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা।
এদিকে গত ১৮ মে অস্ট্রেলিয়া গেছে গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগম। ফেরার সময় সোমবার সারাটাদিন কাটালেন শাবনূরের সঙ্গে। আর নায়িকাও নিজের গাড়িতে করে ঘুরালেন সিডনি শহর। সেখানে চালকের আসনে ছিলেন শাবনূর আর সহযাত্রী মমতাজ।
মমতাজের ভাষ্য, খুব পছন্দের নায়িকা শাবনূর। জানি আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। সোমবার সারাদিন সময় দিলো শুধু আমার জন্য। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত এলো। ভীষণ মিশুক একটা মানুষ।
অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে বাংলাদেশিদের আয়োজনে কনসার্টে অংশ নিতে যান মমতাজ। গত ২১ তারিখ মেলবোর্ন ঈদ অনুষ্ঠানে গেয়েছেন তিনি। আর ২৮ মে সিডনিতে আয়োজন করা হয়েছিল বৈশাখী মেলা। সেখানেও গেয়েছেন তিনি।