কেকের মৃত্যুতে তোপের মুখে রূপঙ্কর, যা বললেন শ্রীলেখা

কলকাতার শো শেষে বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ তথা কেকে মারা যান। গায়কের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েন সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। 

কেকের মৃত্যুর আগে এক ভিডিওবার্তায় রূপঙ্কর প্রশ্ন তুলেছিলেন, বাংলার গায়কদের নিয়ে এত মাতামাতি হয় না কেন? সঙ্গে বলেছিলেন কেকে… কেকে… কেকে কে? আমরা অনেকেই এই কেকের থেকে ভালো গাই। ওই ভিডিওর পর থেকেই বিতর্ক শুরু হয়। তবে তা বেড়ে যায় মঙ্গলবার রাতেই হার্টঅ্যাটাকে কেকের  মৃত্যু হলে। 

এদিকে গায়কের মৃত্যুর পর থেকে মোবাইল ফোন আর মেসেজে পর্যন্ত হুমকি দেওয়া শুরু হয় রূপঙ্করকে। এরই মধ্যে গায়কের পরিবারকে পুলিশের দ্বারস্থ হতে হয়। রূপঙ্করের বিপক্ষে কথা বলেছেন বাংলার বেশ কজন শিল্পীও। তবে পাশে দাঁড়ালেন কলকাতার গুণী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। 

নিজের ফেসবুকে শ্রীলেখা মিত্র লেখেন, এর পর ভগবান না করুন রূপঙ্কর দার কিছু হয়ে গেলে নিজেদের ক্ষমা করতে পারব আমরা? সিস্টেমটা দায়ী, কোনো বিশেষ ব্যক্তি নয়। বের করুন খুঁজে, কেন আমরা কেকে কে হারালাম সেই ব্যাপারে? বের করুন খুঁজে, কেন কেকে অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে পড়ে, রূপঙ্কর দাকে সব কিছুর জন্য দায়ী না করে। আর হ্যাঁ, আপনারা ভাবতেই পারেন, তাই বলে দেই রূপঙ্কর দা আমার একটুও কাছের নয়। 

শ্রীলেখা আরও লেখেন, কেউ আপনারা কোনো দিন কারও ব্যাপারে কিছু বলেননি তো? সবাই এত মহৎ? আমরা সবাই এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। ওদের পরিবারের কথা একটু ভাবুন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা ট্রোলিং বন্ধ করুন। কারণ এটা কোনো মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলে। একটু মানবিক হন সবাই।

LEAVE A REPLY