রাশিয়ার সঙ্গে আলোচনা শুরুর আগে যা করতে চায় ইউক্রেন

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার আগে পশ্চিমা দেশগুলো থেকে পাওয়া নতুন অস্ত্রের সাহায্যে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থান শক্তিশালী করতে চায়। শান্তি আলোচনায় ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ইউক্রেনের জাতীয় টেলিভিশনকে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী (নতুন অস্ত্র) ব্যবহার করার জন্য প্রস্তুত … এবং তারপরে আমি মনে করি আমরা একটি শক্তিশালী অবস্থান থেকে একটি নতুন দফা আলোচনা শুরু করতে পারি।

এদিকে, পূর্ব দোনবাস অঞ্চলে রাশিয়ার আক্রমণের কেন্দ্রবিন্দু লুহানস্ক অঞ্চলের শিল্প শহর সেভেরোদোনেৎস্কের একটি অংশ পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে ইউক্রেন।

প্রসঙ্গত, যুদ্ধ অবসানে রাশিয়া-ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে। আলোচনা স্থগিতের জন্য পরস্পরকে দায়ি করছে মস্কো ও কিয়েভ।

LEAVE A REPLY