বিরাট কোহলি ও ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন
এক সময় ব্যাট হাতে মাঠ দাপিয়ে বেড়াতেন ভারতের বিরাট কোহলি। ক্রিকেটের তিন ফরমেটে শীর্ষ ব্যাটসম্যানের স্থানও দখলে ছিল তার। কোহলি মাঠে নামলেই প্রতিপক্ষের বোলারদের হৃদ স্পন্দন বেড়ে যেত। কিন্তু সম্প্রতি তার ব্যাট রান খরায় ভুগছে। বারবার ছন্দে ফেরার আভাস দিয়েও তিনি ব্যর্থতার খোলস ভেঙে বের হতে পারছেন না। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তিন অঙ্ক ছোঁয়া হয়নি বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানের। এমনকি বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ শতক পেয়েছিলেন কোহলি। সেটাও ২০১৯ সালের নভেম্বরে। সম্প্রতি তার ব্যাটিং নিয়ে নানা সমালোচনা হচ্ছে। ক্রিকেট ভক্তরা বলছেন, কোহলি কী হারিয়ে যাচ্ছেন। অনেকে বলছেন, তার ব্যাট হাসতে ভুলে গেছে। যাই হোক নানামুখী এমন আলোচনায় কোহলি নিজেও বিরক্ত। তবে এমন দুঃসময়ে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে এবার পাশে পেয়েছেন কোহলি। তার মতে, কোহলি দ্রুতই ঘুরে দাঁড়াবে। ওর ব্যাটে রান ফোয়ারা ছুটবে। একটি লম্বা ইনিংস কোহলিকে পুরনো রূপে ফেরাবে। দুবাইয়ে খালিজ টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আজহারউদ্দিন।
এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। কিন্তু এ সিরিজে কোহলিকে বিশ্রাম দেয়া হয়েছে। জুলাইয়ে তিনি মাঠে ফিরবেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে। তাছাড় সর্বশেষ আইপিএল খুব একটা ভালো যায়নি তার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ ম্যাচে ৩৪১ রান করেছেন ১১৫.৯৯ স্ট্রাইক রেটে। দুটি হাফসেঞ্চুরি পেয়েছিলেন।