ইউক্রেনকে অস্ত্র প্রশিক্ষণ দেবে স্পেন, তবে…

TOPSHOT - Turkish army tanks gather close to the Syrian border on January 21, 2018 at Hassa, in Hatay province. Turkish forces on January 20, 2018, began a major new operation aimed at ousting the Peoples' Protection Units (YPG) Kurdish militia from Afrin, pounding dozens of targets from the sky in air raids and with artillery. Turkey accuses the YPG of being the Syrian offshoot of the Kurdistan Workers' Party (PKK) which has waged a rebellion in the Turkish southeast for more than three decades and is regarded as a terror group by Ankara and its Western allies. / AFP PHOTO / BULENT KILIC (Photo credit should read BULENT KILIC/AFP/Getty Images)

ইউক্রেনকে সামরিক সহায়তার অংশ হিসেবে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং লেপার্ড যুদ্ধ ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে স্পেন। 

স্পেন শুধু এসব রণসরঞ্জাম সরবরাহই করবে না, ইউক্রেনীয় সেনাবাহিনীকে এসব ব্যবহারের প্রশিক্ষণও দেবে। তবে স্পেনে নয় এই অস্ত্র প্রশিক্ষণ অনুষ্ঠিত লাটভিয়ায়। 

সেখানে স্প্যানিশ সেনাবাহিনী ন্যাটোর অধীনে সৈন্য মোতায়েন করেছে।  স্পেনের সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার দেশটির সংবাদপত্র এল পাইস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এদিকেব,রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার হুমকি দিয়ে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে মস্কো নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। সংঘাত দীর্ঘায়িত করাই কিয়েভে নতুন অস্ত্র সরবরাহের লক্ষ্য বলে মন্তব্য করেছেন তিনি।

রাশিয়ার সংবাদ সংস্থাকে পুতিন বলেন, যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হয়, ‘আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব এবং এমন লক্ষ্যে আঘাত হানতে আমাদের অস্ত্র ব্যবহার করব, যেসব লক্ষ্যে আমরা আগে আঘাত করিনি। 

রোসিয়া-ওয়ান টেলিভিশনে স্থানীয় সময় রোববার রাতে সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে পুতিন ঠিক কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বা কোন ক্ষেপণাস্ত্রের ব্যবহারের প্রতিক্রিয়া জানাবে তা উল্লেখ করেনি মস্কো। 

তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সরবরাহ করার ঘোষণা দেওয়ার কয়েকদিন পর পুতিনের এই মন্তব্য সামনে এলো। 

LEAVE A REPLY