অস্ট্রেলিয়ার একটি সামরিক গোয়েন্দা বিমানের পথ ‘বিপজ্জনকভাবে’ আটকে দিয়েছিল চীনের একটি যুদ্ধ বিমান। গত মাসের মে মাসে দক্ষিণ চীন সাগরে এই ঘটনা ঘটে বলে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে। রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রোববার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ জানায়, রয়্যাল অস্ট্রেলিয়ার বিমানবাহিনীর (আরএএএফ) পি-এইট সামুদ্রিক নজরদারি বিমানটি গত ২৬ মে এই অঞ্চলের আন্তর্জাতিক আকাশসীমায় ‘নিয়মিত সামুদ্রিক নজরদারি কার্যক্রম’ চালানোর সময় একটি চীনা জে-সিক্সটিন ফাইটার বিমানটিকে আটকে দেয়।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ পার্থে সাংবাদিকদের বলেন, এই ঘটনায় তার সরকার ‘উপযুক্ত চ্যানেলের মাধ্যমে’ চীনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে।
তবে অস্ট্রেলিয়ায় অবস্থিত চীনা দূতাবাস এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি চীনের যুদ্ধবিমান তাদের বিমানের পাইলটদের তাড়া করা এবং ভয়ভীতি দেখিয়েছে বলে অভিযোগ করেছিল কানাডার বিমানবাহিনী। তবে কানাডার অভিযোগের বিষয়ে বেইজিং এখনো কোনো মন্তব্য করেনি।