প্রথমবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন কৃতী শ্যানন

ভারতে আইফা অ্যাওয়ার্ড ২০২২-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। সারোগেসি এবং মাতৃত্বের উপর ভিত্তি করে তৈরি ‘মিমি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কৃতী। এই চরিত্রের জন্যই মূলত পুরস্কার জিতেছেন অভিনেত্রী।

এই অর্জনের মধ্য দিয়ে বলিউডে পা রাখার আট বছর পর প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন কৃতী। পুরস্কার জয়ের পর নেটমাধ্যমে একটি দীর্ঘ নোট শেয়ার করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। হলুদ গাউনে পোজ দিয়ে অভিনেত্রী নিজের কিছু ছবিও শেয়ার করেছেন।

পোস্টে কৃতী লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে। এর জন্য কঠোর পরিশ্রম করা এবং কখনও বিশ্বাস হারাবেন না! আমার প্রথম পুরস্কার পেতে ৮ বছর সময় লেগেছে।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘কিন্তু আমি খুব খুশি যে আমি #মিমির জন্য আমার প্রথম পুরস্কার পেয়েছি। এটা এমন একটা একটি চলচ্চিত্র যা আমি চিরকাল মনে রাখব, একটি চরিত্র যা আমার ফিল্মগ্রাফিতে সর্বদা বিশেষ থাকবে’।

অভিনেত্রীকে শেষবার দেখা গেছে অক্ষয় কুমারের সঙ্গে ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে । এর পর তাকে দেখা যাবে ‘আদিপুরুষ’, ‘গণপথ’, ‘ভেড়িয়া’ এবং ‘শেহজাদা’ সিনেমায়।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY