যে অস্ত্র দিতে ইসরাইলকে ‘চাপ’ দিল ইউক্রেন

ইসরাইলে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভগেন কর্নিয়েচুক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন, ইসরাইল যেন ইউক্রেনের কাছে তাদের আইরন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করে। 

তেল আবিবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় রাষ্ট্রদূত বলেছেন, ইউক্রেন আয়রন ডোম কিনতে চায়। ইসরাইল ইউক্রেনকে আয়রন ডোম দিলে যুক্তরাষ্ট্র এতে বাধা দেবে না।

তিনি আহ্বান জানিয়ে বলেন, বেসামরিক লোকদের রাশিয়ার আক্রমণ থেকে বাঁচাতে ইসরাইল যেন আয়রন ডোম ও ট্যাংক বিধ্বংসী অস্ত্র দিতে সম্মত হয়। 

তাছাড়া এই সংবাদ সম্মেলনে ইসরাইলের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন ইউক্রেনীয় রাষ্ট্রদূত। 

তিনি বলেছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জার্মানিকে ইসরাইলি লাইসেন্সধারী ‘স্পাইক’ ট্যাংক বিধ্বংসী অস্ত্র ইউক্রেনকে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু ইসরাইল সেই অনুমতি দেয়নি। 

এদিকে ইসরাইল রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে অস্ত্র সহায়তা থেকে এখন পর্যন্ত বিরত থেকেছে। তার বদলে তারা ইউক্রেনে মানবিক সহায়তা পাঠিয়েছে। এ বছরের শুরুতে ইসরাইলই একমাত্র দেশ ছিল যেটি ইউক্রেনে একটি ফিল্ড হাসপাতাল চালু করেছিল। 

সূত্র: আল জাজিরা  

LEAVE A REPLY