ফুটবল বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়

বাংলাদেশে এসে পৌঁছেছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। বুধবার (৮ জুন) বেলা ১১টা ২০ মিনিটের দিকে পাকিস্তান থেকে ফিফার চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় এসেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মহামূল্যবান ট্রফিটি।

ট্রফির সঙ্গে এসেছেন ফিফার ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। ওই দলে আছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম খেলোয়াড় ক্রিশ্চিয়ানো লালি কাকে কারেম্বু। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির সদস্য ও কোকাকোলার কর্মকর্তারা ট্রফিটি গ্রহণ করেন। বিশ্বকাপ ট্রফিটি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে ।

এ বছরের নভেম্বরে কাতারে বসবে বিশ্বকাপ আসর। লাল-সবুজের জার্সি গায়ে এখনো বিশ্বকাপ মঞ্চে পৌঁছাতে পারেনি আমাদের ফুটবলাররা। তবুও বিশ্বকাপে অংশ নেয়া অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে উন্মাদনার মাত্রা অনেক ক্ষেত্রে বেশি দেখা গেছে।

বিশ্বকাপের ট্রফিটি মঙ্গলবার পাকিস্তান এসে পৌঁছেছে। ঢাকা থেকে ট্রফিটি পূর্ব তিমুরের উদ্দেশ্যে রওনা হবে। কখন ঢাকা ছাড়বে ট্রফি সেটি এখনো নিশ্চিত হতে পারেনি বাফুফে, ‘বাংলাদেশ থেকে কোন সময় ট্রফি পূর্ব তিমুরের উদ্দেশ্যে রওনা হবে এটি আগামীকাল জানা যাবে। বলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

এবার বাংলাদেশে সফরে আসা ফিফা বিশ্বকাপের ট্রফির সঙ্গে সবাই ছবি তোলার সুযোগ পাবেন না। জানা গেছে, শুধু কোকাকোলা বাংলাদেশের আমন্ত্রিত অতিথি ও এর ক্যাম্পেইন থেকে টিকেট পাওয়া গ্রাহকরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। এর আগে ২০১৩ সালে ডিসেম্বরে দুদিনের জন্য বাংলাদেশে এসেছিল স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ৯ বছর পর ফের ট্রফিকে স্বাগত জানাতে উৎসবে মেতেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার থাকবে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ ও কোক স্টুডিও বাংলার কনসার্ট। কিন্তু যে কেউ চাইলেই ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন না। বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের দ্বিতীয় দিন হোটেল র‌্যাডিসন ব্লুতে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে। এজন্য ভেতরে প্রবেশের দরজা খুলে দেয়া হবে বেলা ১১টা থেকেই। তবে ছবি তোলার সুযোগ পাবেন শুধু কোকাকোলা বাংলাদেশের আমন্ত্রিত অতিথি এবং কোকাকোলার ক্যাম্পেইন থেকে টিকেট পাওয়া গ্রাহকরা। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দিতে ২৫০ মিলি ৬০০ মিলি, ১.২৫ লিটার ও ২.২৫ লিটার কোকাকোলার বোতলে ক্যাম্পেইন আয়োজন করেছিল কর্তৃপক্ষ। সেই ক্যাম্পেইন থেকে টিকেট সংগ্রহ করা কোকাকোলার গ্রাহকরা ৯ জুন দুপুর আড়াইটার মধ্যে র‌্যাডিসন ব্লু হোটেলে গিয়ে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন।

এরপর বিকাল সাড়ে ৫টায় ট্রফি চলে যাবে আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি সামনে রেখেই হবে কোক স্টুডিওর কনসার্ট। জমকালো এই আয়োজন শেষে রাতে ট্রফি ফের নিয়ে যাওয়া হবে র‌্যাডিসন হোটেলে। এরপর বৃহস্পতিবারই ট্রফিটি বাংলাদেশ ত্যাগ করবে না। এবার ৫১টি দেশে ঘোরার জন্য বের হয়েছে এই ট্রফি। প্রতিবারের মতো এবারো কোকাকোলার উদ্যোগে আয়োজিত হচ্ছে বিশ্বকাপের বিশ্ব ভ্রমণ। ফিফার সঙ্গে কোকাকোলার দীর্ঘস্থায়ী সম্পর্কের শুরু ১৯৭৬ সালে। পাশাপাশি ১৯৭৮ সাল থেকে কোম্পানিটি ফিফা বিশ্বকাপ এর অফিশিয়াল স্পন্সর। পাঁচ দশকের বেশি সময় ধরে একটি সতেজ ও নতুন পৃথিবী গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোকাকোলা।এসআর

LEAVE A REPLY