সেই প্রস্তাব পাস হওয়ায় কঠোর হচ্ছে ইরান

বুধবার চীন ও রাশিয়ার ঘোর আপত্তি সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক সভায় ইরানবিরোধী প্রস্তাব পাস হয়। 

প্রস্তাবটিতে ইরানের তিনটি ‘অঘোষিত স্থানে’ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইএইএকে পূর্ণ সহযাগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়।

আর আন্তর্জাতিক পরমাণু সংস্থায় নিজেদের বিরুদ্ধে  প্রস্তাব পাস হওয়ায় ক্ষিপ্ত হয়েছে ইরান। 

এই প্রস্তাবের প্রতিবাদে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশটি। 

সেটি হলো নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলোতে থাকা আন্তর্জাতিক পরমাণু সংস্থার ২৭টি ক্যামেরা সরিয়ে ফেলা।

জানা গেছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে পরমাণু সংস্থার ৪০টির মতো ক্যামেরা আছে। 

এই ক্যামেরাগুলো দিয়ে নজরদারি চালায় তারা।


ইরানের ক্যামেরা সরিয়ে ফেলার বিষয়টিকে বড় ধরনের ধাক্কা হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।

তিনি সাংবাদিকদের বলেন, আমাদের যেটি জানানো হয়েছে সেটি হলো তারা ২৭টি ক্যামেরা সরিয়ে ফেলছে। এটি অবশ্যই সেখানে কাজ করার ক্ষেত্রে আমাদের জন্য বড় চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তিনি জানান, যদি দুই-তিন সপ্তাহের মধ্যে এ নিয়ে কোনো সমাধানে না পৌঁছানো যায় তাহলে তা হবে বড় ধরনের ধাক্কা। 

পরমাণু সংস্থার প্রধান ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে বলেন, আমার সঙ্গে এ মূহুর্তে আলোচনায় আসুন। আমরা খুবই উদ্বিগ্ন অবস্থায় আছি।

এদিকে ইরানের বিরুদ্ধে এ প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি।    

পরমাণু সংস্থার বোর্ড অব গভর্নর্সের ৩৫ সদস্যের মধ্যে ৩০ সদস্যেই ইরানের বিরুদ্ধে ভোট দেয়। 

সূত্র: আল আরাবিয়া 

LEAVE A REPLY