এবার রুশ বাহিনীর বিরুদ্ধে ক্ষুদ্রাকৃতির মিসাইল ব্যবহার করছে ইউক্রেন

রুশ বাহিনীর মানবহীন এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) বা ড্রোনে হামলা চালানোর জন্য একটি নতুন ক্ষুদ্রাকৃতির মিসাইল ব্যবহার করছে রাশিয়া। ওই মিসাইলের ব্যাপক উৎপাদন শুরু হয়েছে বলে বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। 

‘বোজোক’ নামের ওই যুদ্ধাস্ত্র তুরস্কের তৈরি বায়ারাকতার টিবি-২ ড্রোনের সঙ্গে মিল রয়েছে। এর আগে তুরস্কের তৈরি বায়ারাকতার টিবি-২ ড্রোন থেকে রাশিয়ান ট্যাংক এবং সাঁজোয়া যানকে আক্রমণ ও ধ্বংস করার অনেক ভিডিও প্রকাশ করা হয়েছে।

এছাড়া একটি বিশেষ ভিডিওতে বায়ারাকতারকে কৃষ্ণ সাগরের স্নেক আইল্যান্ডের কাছে একটি দ্রুত চলমান ছোট রাশিয়ান নৌকা ধ্বংস করতে দেখা গেছে।

তুরস্কের তৈরি বায়ারাকতার ড্রোন সুনির্দিষ্ট হামলার জন্য লেজার গাইডেড মিসাইল বহন করতে সক্ষম। এই নতুন ক্ষুদ্রাকৃতির ক্ষেপণাস্ত্রটিও লেজার নির্দেশিত। তবে  আকারের জন্য এটি আরও কার্যকর যুদ্ধাস্ত্র। ‘বোজোক’ নামের ওই যুদ্ধাস্ত্র দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

LEAVE A REPLY